thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

হরতালেও চাঙ্গা শেয়ারবাজার

২০১৩ অক্টোবর ২৮ ১৭:৪৯:২৩
হরতালেও চাঙ্গা শেয়ারবাজার

দিরিপোর্ট২৪ ডেস্ক : ১৮ দলীয় জোটের ডাকা হরতালের দ্বিতীয় দিনে চাঙ্গা ভাব দেখা গেছে দেশের শেয়ারবাজারে। রবিবারের ধারাবাহিকতায় দুই স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। লেনদেনও বেড়েছে দুই বাজারে।

হরতাল চললেও দুই স্টক এক্সচেঞ্জে নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়। বিনিয়োগকারীদের অংশগ্রহণ কম থাকলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় ছিলেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের অধিকাংশ কোম্পানির দাম বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইর ডিএসইএক্স সূচক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ১০৩ পয়েন্ট বেড়ে যায়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩২টির দাম বেড়েছে, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেনে চাঙ্গা ভাব দেখা গেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্য সূচক ১২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ২৪৩ পয়েন্টে।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর