thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ঝড়ে ইউরোপে নিহত ১৩

২০১৩ অক্টোবর ২৯ ১০:০০:১০
ঝড়ে ইউরোপে নিহত ১৩

দিরিপোর্ট২৪ ডেস্ক : সোমবারের ঝড়ের আঘাতে উত্তর-পশ্চিম ইউরোপে কমপক্ষে ১৩ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে জার্মানিতে মারা গেছে ৬ জন।

জার্মানির পশ্চিমে গেলসেনকিরচেন শহরে গাড়ির উপরে গাছ ভেঙ্গে পড়লে মারা যায় ২ জন। এই ঘটনায় গাড়িতে থাকা দুই শিশু আহত হয়েছে।

পশ্চিম ফ্রান্সের ব্রিটানিতে সমুদ্রের পানিতে ভেসে গেছেন এক নারী। নেদারল্যান্ডের অ্যামস্টারডামে গাছের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন।

ঝড়ে উত্তর ফ্রান্সে কমপক্ষে ৪২,০০০ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। ইংল্যান্ডে কমপক্ষে ৬ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

এদিকে, ঝড়ের কারণে লন্ডন থেকে শুরু করে উত্তর-পশ্চিম জার্মানির অনেক ট্রেন বন্ধ রাখা হয়। নেদারল্যান্ডের সিপহোল বিমানবন্দরের কমপক্ষে ৫০টি ফ্লাইট স্থগিত করা হয়। এছাড়া জার্মানির হামবুর্গ ও ডুসেলডর্ফের বিমানবন্দরেও বেশ কয়েকটি ফ্লাইটের সূচি পরিবর্তন আনা হয়।

(দিরিপোর্ট২৪/জেএম/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর