thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫,  ১৬ জমাদিউস সানি ১৪৪০

‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ প্রকাশিত

২০১৫ জুন ০১ ১৮:০১:৪০
‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ প্রকাশিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ থেকে প্রকাশিত হয়েছে সাংবাদিক ও লেখক ওয়াহিদ সুজনের লেখা গ্রন্থ ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’।

এ গ্রন্থটিতে লেখক প্রখ্যাত লোক কবি ও সংগীতশিল্পী উকিল মুন্সীর জীবন ও কর্ম তুলে ধরেছেন। পাঠকের কাছে বোধগম্য করার অভিপ্রায়ে পুরো বইটিকে লেখক তিনটি পর্বে বিভক্ত করেছেন। প্রথম ও দ্বিতীয় পর্বকে আবার তিন ভাগে ভাগ করেছেন। পর্বের মূল শিরোনাম হল ‘ভ্রমি চিহ্ন ধরে’। এটির তিনটি ভাগে রয়েছে ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’, ‘দক্ষিণ হাওয়ার দেশে’ ও ‘উকিল মুন্সীর রসিকবন্ধু’ শিরোনামে।

পর্ব দুইয়ের শিরোনাম কার্তিক নাইওর। এটির তিনটি ভাগে রয়েছে ‘নেত্রকোণার জলধারা’, ‘অনন্ত বিরহে উকিল মুন্সী’, উকিল ও কামালের ‘নাইওর’ তর্ক।

শেষ পর্বে রয়েছে ছাপা অক্ষরে উকিল মুন্সী শিরোনামের লেখা। এটির দুটি ভাগে রয়েছে ‘আর কতকাল বিদেশ রবে উকিল’ ও ‘মধ্যাহ্নের উকিল মুন্সী’।

বইটির ভূমিকা লিখেছেন ফরহাদ মজহার। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। একশত দশ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য দুই শ’ টাকা। লেখক বইটি উৎসর্গ করেছেন তার বাবা-মা, আপা ও দুলাভাইকে।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/আরকে/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর