thereport24.com
ঢাকা, রবিবার, ২০ জানুয়ারি ২০১৯, ৭ মাঘ ১৪২৫,  ১৩ জমাদিউল আউয়াল ১৪৪০

সংস্কৃতি খাতে ৩৬৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০১৫ জুন ০৪ ১৮:১১:২৮
সংস্কৃতি খাতে ৩৬৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে ৩৬৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ১০৭ কোটি টাকা বেশি। এর আগের অর্থবছরের এ খাতের বরাদ্দের পরিমাণ ছিল ২৫৮ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংস্কৃতি খাতের জন্য এ অর্থ বরাদ্দের প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বাঙালী সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও সুকুমার শিল্পের বিকাশে সরকার নানা কর্মসূচি অব্যহত রেখেছে। খ্যাতনামা সাহিত্য ও সংস্কৃতিসেবী জীবন ও কর্ম বিষয়ক রচনা সংগ্রহ, বাংলা ও বাঙালীর ইতিহাস রচনা ও আঞ্চলিক ও জাতীয় সম্মেলন অনুষ্ঠান কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ছাড়া বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর ও জাতীয় চিত্রশালা আধুনিকায়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এমএ/একেএস/সা/জুন ০৪, ২০১৫)

M

M

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর