thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৭ মাঘ ১৪২৫,  ১৪ জমাদিউল আউয়াল ১৪৪০

পেনশন তহবিল গঠনের ঘোষণা

২০১৫ জুন ০৪ ১৯:২৪:০১
পেনশন তহবিল গঠনের ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থাপনার জন্য পেনশন তহবিল ও পেনশন ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে পাঁচ লক্ষাধিক অবসরপ্রাপ্ত চাকরিজীবী পেনশন ভোগ করছেন। এ বিপুল সংখ্যক পেনশনভোগীদের পেনশন কার্যক্রম পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা ফান্ড নেই, যা ভবিষ্যতে সরকারি ব্যয় ব্যবস্থাপনার ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে।’

তিনি বলেন, ‘সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থাপনার জন্য একটি পেনশন তহবিল ও পেনশন ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হবে। প্রাথমিকভাবে এ কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট পরিমাণ ফান্ড প্রদান করা হবে। এ ফান্ড হতে পেনশন প্রদানের পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে পেনশনভোগীদের জন্য কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।’

(দ্য রিপোর্ট/এনটি/একে/এইচ/জুন ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর