thereport24.com
ঢাকা, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ৪ ফাল্গুন ১৪২৫,  ১১ জমাদিউস সানি ১৪৪০

 

 

‘শিশু বাজেটে’ বরাদ্দ ২৬ হাজার কোটি

২০১৫ জুন ০৪ ২০:০৭:২৯
‘শিশু বাজেটে’ বরাদ্দ ২৬ হাজার কোটি

বাহরাম খান, দ্য রিপোর্ট : আগামী অর্থবছরে শিশুদের জন্য প্রায় ২৬ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে পাঁচটি মন্ত্রণালয়ের বাজেটে। গত অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এই অর্থবছরে শিশুদের জন্য স্বতন্ত্র বাজেট প্রণয়নের ঘোষণা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় শিশুদের জন্য বাজেটে এই বরাদ্দ রাখার হিসাব আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

পাঁচ মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেটে। এতে শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সম্পৃক্ত রয়েছে এমন পাঁচটি মন্ত্রণালয়ের হিসাব দেওয়া হয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, ‘এ কথা সত্যি যে, শিশু বাজেট একটি সর্ব মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়। একটি পূর্ণাঙ্গ শিশু বাজেট প্রণয়ন করতে হলে সকল মন্ত্রণালয়াধীন শিশুকল্যাণ সংশ্লিষ্ট কার্যক্রমসমূহ বিবেচনায় নিতে হবে।’

সকল মন্ত্রণালয়ের শিশুকল্যাণ সংক্রান্ত কাজগুলো চিহ্নিত করার জন্য সরকার কাজ করছে জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, আমরা শীঘ্রই স্ট্রেনদেনিং ক্যাপাসিটি ফর চাইল্ড ফোকাসড বাজেটিং ইন বাংলাদেশ (এসসি-সিএফবি) শীর্ষক প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। যার কার্যক্রম আগামী জুলাই-২০১৫ থেকে শুরু হবে।’

অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পূর্ণাঙ্গ শিশু বাজেট প্রণয়ন করতে না পারলেও ‘শিশুদের নিয়ে বাজেট ভাবনা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে শিশু বাজেট প্রণয়নের পথে এক ধাপ এগুলো সরকার।

শিশুদের বাজেট ভাবনায় প্রকাশিত তথ্য অনুযায়ী, মূলত পাঁচটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশুদের জন্য ২৫ হাজার ৮৫৩ কোটি ২৬ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এর মধ্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিশুদের বরাদ্দ ১ হাজার ৫১৬ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা, শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ ৯ হাজার ৬৪৬ কোটি ৮১ লাখ ৯৫ হাজার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৩ হাজার ৯১২ কোটি ৯ লাখ ৫৫ হাজার, সমাজকল্যাণ মনন্ত্রণালয়ের ৪৬৫টি কোটি ৩১ লাখ ৫৪ হাজার এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ ৩১২ কোটি ৬ লাখ ৫৫ হাজার টাকা।

শিশুদের জন্য পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন না করতে পারার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা শিশুদের জন্য স্বতন্ত্র কোনো বাজেট নয়। যদিও এটি সূচনামাত্র, আমি বিশ্বাস করি এ প্রতিবেদন আমাদের ভবিষ্যতের উন্নততর কর্মপ্রয়াসের ভিত্তি রচনা করবে।’

শিশুদের নিয়ে বাজেট ভাবনায় উল্লেখ করা হয়েছে, ‘ভোটাধিকার না থাকলেও শিশুরা সমানভাবে দেশের নাগরিক ও ভবিষ্যত প্রজন্ম। ফলে বাজেট প্রক্রিয়ার মাধ্যমে যখন একটি দেশের সম্পদ বণ্টনের পরিকল্পনা হয়, সেখানে শিশুদের স্বার্থরক্ষার বিষয়টি সমান গুরুত্বের সাথে অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন।’

শিশুদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠন— শিশু স্বর্গ’র সংগঠক রাসেল জায়দী। তার কাছে বাজেটে শিশুদের বিষয়ে এই উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘এটা খুবই ভাল উদ্যোগ। কিন্তু বাস্তবের প্রতিফলন কতটুকু হয় সেটাই বিষয়। কারণ বাজেটে অনেক ভাল কিছু লিখা থাকে ঠিকমতো বাস্তবায়ন হয় না। সঠিক বাস্তবায়ন হোক এই প্রত্যাশা করি।’

(দ্য রিপোর্ট/বিকে/এইচএসএম/সা/জুন ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর