thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫,  ১৭ জমাদিউস সানি ১৪৪০

পিপিপির মাধ্যমে ঢাকার বাইরে হবে কনভেনশন নগর

২০১৫ জুন ০৪ ২০:৪১:৩২
পিপিপির মাধ্যমে ঢাকার বাইরে হবে কনভেনশন নগর

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে ঢাকার বাইরে মহানগরের শূন্যস্থল থেকে প্রায় ২৫ মাইল দূরে একটি কনভেনশন নগর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

তিনি বলেন, এ নগরে বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে বাস বা আকাশ রেল যোগাযোগ থাকবে। নগরের আকর্ষণ হবে কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্র, খাদ্য কোর্ট, অন্তত দু’টি পাঁচতারকা হোটেল ও বৃহৎ বিপণন কেন্দ্র।

অর্থমন্ত্রী বলেন, প্রকল্পটির কাজ ব্যক্তি উদ্যোগে আগামী অর্থবছরে হবে। আর তা দুই বছরের মধ্যে শেষ হবে।

(দ্য রিপোর্ট/এনটি/একেএস/সা/জুন ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর