thereport24.com
ঢাকা, বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯, ২ মাঘ ১৪২৫,  ৯ জমাদিউল আউয়াল ১৪৪০

ব্যান্ড গড়লেন রাজিব হোসেন

২০১৫ জুন ০৯ ১১:৩৯:৪৫
ব্যান্ড গড়লেন রাজিব হোসেন

মাসুম আওয়াল, দ্য রিপোর্ট : ক্যারিয়ারের প্রথম দিকে গিটারিস্ট হিসেবে আলোড়ন তুলেন রাজিব হোসেন। এখন সঙ্গীত শিল্পী হিসেবেও সুপরিচিত তিনি। চলতি বছরের ভালবাসা দিবসে প্রকাশ করেন প্রথম একক এ্যালবাম ‘বলনারে তুই’। সে সব খবর পুরোনো। নতুন খবর হল, এবার ব্যান্ড গড়লেন রাজিব। ব্যান্ডের নাম ‘অহেতুক’।

নতুন এ ব্যান্ড প্রসঙ্গে রাজিব হোসেন দ্য রিপোর্টকে বলেন, ‘ব্যান্ড গড়ার স্বপ্ন অনেক দিনের। সেই স্বপ্নটা পূর্ণ হল। আমরা মেলোডি গানকে প্রাধান্য দেব। তবে রক, মেটাল, ফোক সব ধাঁচের গানই গাইব। মৌলিক গানের পাশাপাশি ট্রাডিশনাল কিছু গান নিয়েও কাজ করব। কোরবানির ঈদে ব্যান্ডের এ্যালবাম করার ইচ্ছা আছে। এই চিন্তা নিয়েই সামনে আগাচ্ছি।’

শিগগিরই ব্যান্ডের টাইটেল ট্র্যাক ‘অহেতুক’ ও ‘বাংলাদেশ’ শিরোনামের দুটি গানের রেকর্ডিং শুরু হবে। রোজার মাসে গান দুটির ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।

এদিকে জুনে ‘বলনারে তুই’ এ্যালবামের দুটি গানের ভিডিও প্রকাশ হতে যাচ্ছে। ‘বলনারে তুই’ গানটির মডেল হয়েছেন রাজিব নিজেই আর ‘দূর অজানায়’ শিরোনামের গানে মডেল হয়েছেন জেরিন ও জয়। ভিডিও নির্মাণ করেছেন এসএম তুষার।

একসঙ্গে দুটি ভিডিও প্রসঙ্গে রাজিব দ্য রিপোর্টকে বলেন, ‘বলনারে তুই এ্যালবামটি বাজারে ছাড়ার পর শ্রোতারা বেশ কয়েকটি গান দারুণ পছন্দ করে। যার কারণেই একসাথে দুটি ভিডিও করলাম। সামনে আরও কয়েকটি গানের মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে।’

স্টার সার্চ বেনসন এ্যান্ড হেজেস প্রতিযোগিতায় ২০০৪ সালে সেরা গিটারিস্ট নির্বাচিত হন রাজিব। পরের বছরই লিড গিটারিস্ট হিসেবে যোগ দেন বগি এ্যান্ড ফ্রেণ্ডসে। এরপর ছিলেন সোলস, দলছুট, পেন্টাগন, নোভা, তাণ্ডব ও ফেস টু ফেসে। বাজিয়েছেন রেশাদের সঙ্গেও। সর্বশেষ লিড গিটারিস্ট হিসেবে ছিলেন অবসকিউর ব্যান্ডে।

‘অহেতুক’ এর লাইন আপ : রাজিব হোসেন (লিড গিটার ও ভোকাল) সঞ্জয় (বেজ গিটার), মেহেদী (ড্রাম), জিতু (পারকাশন), মুনিরুল ইসলাম রানা (ম্যানেজার) ও তুর্য (অফিসিয়াল ফটোগ্রাফার)।

(দ্য রিপোর্ট/এএ/ডব্লিউএস/এইচ/জুন ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর