thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২২ জানুয়ারি ২০১৯, ৯ মাঘ ১৪২৫,  ১৫ জমাদিউল আউয়াল ১৪৪০

বাবা দিবস

বাবা দিবসের পঙ্‌ক্তি

২০১৫ জুন ২০ ১৯:৪৩:২৯
বাবা দিবসের পঙ্‌ক্তি

[‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে’— বাবা-সন্তানের সম্পর্ক বোঝাতে এই বাণীর তুলনা নেই। তারপরও পৃথিবী নামের গ্রহে বাবাকে শ্রদ্ধা-ভালোবাসা জানানোর জন্য আলাদা দিবস চালু হয়েছে। প্রতি বছরের জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস। বাবাকে নিয়ে বিশেষ আয়োজন—]

আল হাফিজ

রসমালাইয়ের রসে ভেজা


মাথার ওপর আকাশ যেনো পরম ছায়ার ছাদ
বাবার ছোঁয়ায় রসমালাইয়ের রসে ভেজা চাঁদ
মিষ্টি করে চুমু দিতে বাড়ায় স্নেহের হাত
সে হাত ধরে ভেঙে পড়ে যাবতীয় বাঁধার অজুহাত।


বাবা যেমন বটের ছায়া, রোদের ছাতা-ঢাল
বৃষ্টি দিনের কামড় বাঁচার কোর্টের ছাল
সৃষ্টি সেরা স্বপ্ন রঙিন অবাক হাসির ঠোঁট
তেমনি হাতের পাঁচের মতো সব পেয়েছির নোট।


বাবা আমার আলোর রাখাল ভালোর বাগান-মাঠ
সকল দিকের দিক নিশানার সহজ সরল পাঠ
জীবন স্রোতের নামতা তিনি যোগবিয়োগগুনভাগ
গুণের সাথে বেজে ওঠা হৃদয় অনুরাগ।


বাবার নামে খুশবো খুশির সমাজ স্বাধীন টিক
আমার সকল সম্ভাবনার দুয়ার খোলা দিক
বাবা যেনো অনারেবল চেকের সেরাজন
বাবার জন্য মনের মাঝে গোপন আলোড়ন।


বাবার মতো আকাশ খোলা এমন আপন কেউ
জানি না ঠিক, জানি তিনি রসমালাইয়ের চাঁদ
আমার মাথার ওপর আছেন আকাশ সমান ছাদ।


অঞ্জন শরীফ

বাবা


তোমার সচকিত আবির্ভাবে নূয়ে পড়ে বৃক্ষ-লতা
অবিরত স্নেহের ছোঁয়ায় ভেসে যায় ক্লান্তির ছাপ
আদুরে গলায় ডেকেছিলে আয় বাপ আয়!
মাথার ওপর এক আকাশ ছায়া হয়ে
বুলিয়ে দিয়েছো প্রশান্তির পরশ
সেইসব প্রেরণায় এই পথচলা
পথ চলতে চলতে তোমাকে স্মরণ করি বারংবার
এইভাবে অবিরত আমি চলতেই থাকি
চলতেই থাকি অসীমের সীমানায়।

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর