thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রবিবার মন্ত্রিসভার শপথ

২০১৪ জানুয়ারি ১২ ০০:০৫:১০

রবিবার শপথ মন্ত্রিসভার। মন্ত্রিসভার ধরন কেমন হবে, কারা থাকবেন তা নিয়ে জল্পনা-কল্পনার অবসান হতে আর কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। সরকার প্রধান হচ্ছেন শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা হচ্ছেন চলমান মন্ত্রিসভার সদস্য রওশন এরশাদ। আবার শোনা যাচ্ছে, রওশন এরশাদের দল থেকেও কয়েকজন মন্ত্রী থাকছেন। সব কিছু দেখে মনে হচ্ছে, কাউকেই অসন্তুষ্ট রাখা হচ্ছে না।

একই দল থেকে নির্বাচিত একজন হবেন বিরোধীদলীয় নেতা, অন্য কয়েকজন হবেন মন্ত্রী। এ নিয়ে সমালোচকরা সংবিধানের দোহাই দিলেও শেষ পর্যন্ত যদি এমনটি ঘটে সরকার সে ক্ষেত্রেও নিশ্চয়ই ব্যাখ্যা দিয়ে বলবে, সব কিছু সংবিধান মোতাবেক করা হয়েছে। বলা যায়, পার্লামেন্ট নির্বাচনের পর সরকার গঠনেও বাংলাদেশ সমঝোতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

ইতোপূর্বে আমরা লিখেছিলাম, ‍গত সরকারের মতো প্রধানমন্ত্রী যদি একটি উপদেষ্টামণ্ডলী গঠন করেন সেক্ষেত্রে উপদেষ্টামণ্ডলী ক্ষমতাধর হয়ে উঠতে পারে। আমরা আরও লিখেছিলাম, গত সরকারের নৈতিক ভিত এবং আগামী সরকারের নৈতিক ভিত এক না হওয়ায় রাজনৈতিক নেতৃত্ব অর্থাৎ মন্ত্রিসভার সদস্যরা মানসিকভাবে অনেকটাই দুর্বল থাকবেন- টেকনোক্র্যাট বাদে। মন্ত্রিসভা নিয়ে যে সব কথা শোনা যাচ্ছে তাতে বলা যায়, কিছু ব্যতিক্রম বাদ ‍দিলে মন্ত্রিসভায় যারা স্থান পেতে যাচ্ছেন তাদের অনেকের কাছে ক্ষমতার চেয়ে পদই মুখ্য।

অন্যদিকে পার্লামেন্টে সমঝোতার বিরোধী দল থাকায়, তা কতটা জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারবে সে প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। সম্ভবত আমরা সামনের দিনগুলোতে সরকারের মতো এক নতুন ধরনের পার্লামেন্টও দেখব।

পাঠকের মতামত:

SMS Alert