thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

‘তত্ত্বাবধায়কে নির্বাচন আদালতে বাতিল হয়ে যাবে’

২০১৩ অক্টোবর ২৯ ১৮:৫৮:০৭
‘তত্ত্বাবধায়কে নির্বাচন আদালতে বাতিল হয়ে যাবে’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তবে নির্বাচনের পর কেউ উচ্চ আদালতে আবেদন করলে ওই নির্বাচন অটোমেটিক বাতিল হয়ে যাবে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের মঙ্গলবার দুপুরের হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধী দলের তত্ত্বাবধায়ক দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘নৈরাজ্য করে সাংবিধানিক শূন্যতা তৈরি করলে ফখরুদ্দিন, ইয়াজউদ্দিনের মতো অগণতান্ত্রিক শক্তি ক্ষমতা দখল করবে না এর গ্যারান্টি কে দেবে? সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন প্রতিহত করা যাবে না। ফখরুউদ্দিন, মঈনউদ্দিন, ইয়াজউদ্দিন খালেদার সৃষ্টি। তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত অবৈধ করে দিয়েছে। ফলে ৭২-এর সংবিধান অনুযায়ী নিবাচনী ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপির উদ্দেশ্যে শেখ সেলিম বলেন, ‘সোজা পথে আসুন। অরাজকতা করে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবেন না। অরাজকতা করলে বাংলার জনগণ দাঁত ভাঙ্গা জবাব দেবে। নাশকতার মাধ্যমে মানুষ হত্যার দায়ে খালেদা জিয়াকে আইনের আওতায় এনে বিচার করা হবে।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর এবং তাদের বাসভবনে হামলার সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ পাল্টা আক্রমণ করলে পালাবার পথ পাবেন না।’

‘একাত্তরের পরাজিত শক্তিরা বিএনপির ছত্রছায়ায় আমাদের স্বাধীনতাকে নসাৎ করতে চায়’ উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোথাও নেই পরাজিত শক্তি স্বাধীন দেশে রাজনীতি করে। বিএনপি তত্ত্বাবধায়ক নয় নির্বাচিত সরকারের বেশে অনির্বাচিত সরকারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের রক্ষার ঘৃণ্য খেলায় মেতে উঠেছে।’

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব সন্ত্রাস করে নয়। তোমরা গণতান্ত্রিক পথে, রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা কর। ৭১-এর সাঈদী-নিজামিদের মতো খালেদাকেও বিতাড়িত করা হবে। একাত্তরের মতো এবারও আমরা জয় লাভ করব।’

ঢাকাহ মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

(দিরিপোর্ট২৪/আমান/আইজেকে/এমডি/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর