thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

‘আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকেও এগিয়ে আসতে হবে’

২০১৪ জানুয়ারি ১৩ ১১:১৯:১০
‘আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকেও এগিয়ে আসতে হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘নৈরাজ্য বন্ধ করা শুধু পুলিশ, র‌্যাব, বিজিবি, ও সেনাবাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এদের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। আমরা ইতোমধ্যে দেখেছি, জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে।’ সোমবার সকাল ১০টায় নবনিযুক্ত সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজারবাগ পুলিশ লাইন পরিদর্শনকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে যে পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে তা বন্ধ করতে জনগণের ভূমিকা অপরিসীম।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, যারা নৈরাজ্য ও অপ্রীতিকর কাজ করে তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আমরা অনেক সহ্য করেছি আর সহ্য করব না। আমরা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে যে সব পদক্ষেপ নেওয়া দরকার তা নেব। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব।’ তিনি জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন আইজি একেএম শহিদুল হক, ডিএমপি কমিশনার বেনজির আহমদ, এডিশনাল আইজিপি জাবেদ পাটোয়ারিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/এমসি/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর