thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

‘প্রহসনের নির্বাচন বৈধ দেখানোর জন্যই সংখ্যালঘুদের ওপর হামলা’

২০১৪ জানুয়ারি ১৩ ১৪:২১:১৫
‘প্রহসনের নির্বাচন বৈধ দেখানোর জন্যই সংখ্যালঘুদের ওপর হামলা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন বৈধ দেখানোর জন্যই সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবং মানবাধিকার সমুন্নত রাখার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘৫ জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে, তা সম্পূর্ণ অবৈধ। বাংলার মানুষ যেন এ নির্বাচনের অবৈধতার কথা ভুলে যায়, সে জন্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে সরকার। তারা চায় জনগণ যেন প্রহসনের এ নির্বাচনের কথা ভুলে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু আপনাদের এ আশা পূরণ হবে না। বাংলার জনগণ কখনোই অবৈধ নির্বাচনের কথা ভুলবে না।’

তিনি সরকারকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনারা যদি জাতির ভালো চান তাহলে এ প্রহসনের নির্বাচন বাতিল ঘোষণা করুন। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করুন।’

তিনি সাগর-রুনির হত্যার কথা উল্লেখ করে বলেন, ‘সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার করতে করতে মহীউদ্দীন খান আলমগীর চলে গেলেন। আপনারা অপরাধীদের গ্রেফতার করতে পারলেন না। এখন আবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কী বলে কে জানে? কিন্তু আপনারা এ কথা মনে রাখবেন সাগর-রুনির হত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত সাংবাদিক সমাজ ঘরে ফিরে যাবে না।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহ-সভাপতি রফিকুর কবির লাবু, ঢাবির শিক্ষক সুকুমার বড়ুয়া, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

(দ্য রির্পোট/এমএম/এমসি/আরকে/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর