thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

পুরান ঢাকায় মাঝি-ব্যবসায়ী সংঘর্ষ, আহত ৬

২০১৪ জানুয়ারি ১৩ ১৫:৪১:৪৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : টাকা লেনদেনকে কেন্দ্র করে পুরান ঢাকায় ব্যবসায়ী ও মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউণ্ড গুলি ছুড়ে। এতে ছয়জন আহত হন।

আহতরা হলেন, মো. মোস্তফা (২৪), আব্দুল করিম (২৬), আক্তার হোসেন (৩২), মুজিবর রহমান (৪৪), মোহাম্মদ আলী (৩০) ও মান্নু মৃধা (৫২)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক গোলাম রসুল জানান, স্থানীয় মাঝি ও ব্যবসায়ীদের মধ্যে টাকা লেনদেন নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এ সময় এলাকার মুরুব্বিরা এটি মীমাংসা করার চেষ্টা করে। এ লক্ষ্যে একটি সালিশ বসানো হলে ১টার দিকে বহিরাগতরা সালিশেই হামলা চালায়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক রাউণ্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এসআর/এফএস/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর