thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘দুর্নীতি কোনো অবস্থায় সহ্য করা হবে না’

২০১৪ জানুয়ারি ১৩ ১৬:০২:৫১
‘দুর্নীতি কোনো অবস্থায় সহ্য করা হবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বাস্থ্য খাতে দুর্নীতি কোনো অবস্থায় কোনো ক্ষেত্রেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মতবিনিময়কালে সাংবাদিকরা মহাজোট সরকারের গত পাঁচ বছরে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ তুললে মোহাম্মদ নাসিম বলেন, ‘স্বাস্থ্য খাতে যে দুর্নীতি আছে, এটা অস্বীকার করা যাবে না। তবে দুর্নীতি দূর করার চেষ্টা চালিয়ে যেতে হবে। দুর্নীতি কোনো অবস্থায় কোনো ক্ষেত্রেই সহ্য করা হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই প্রধান চ্যালেঞ্জ’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিশাল দায়িত্ব ও কর্মযজ্ঞ। এ কাজের একজন কর্মী হিসেবে সকলের দোয়া চাই।’

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুভূতি অবশ্যই আছে, তবে সেই সঙ্গে ভয়ও আছে।’

‘গ্রামে ডাক্তাররা থাকতে চান না, সরকারের গত পাঁচ বছরে এ চেষ্টা বিফল হয়েছে’ সাংবাদিকদের এ কথার জবাবে নাসিম বলেন, ‘এটা আমারও প্রশ্ন তারা কেন থাকতে চান না। এখন তো যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এটা জানার জন্যই আমি এখানে বসেছি।’

দেশে এখন একটা সঙ্কটময় পরিস্থিতি যাচ্ছে সাংবাদিকদের এমন কথার প্রেক্ষিতে তিনি বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন করাটা একটা চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি। বিএনপি নির্বাচনে এলে সবচেয়ে খুশী হতাম। কিন্তু তারা কেন আসেননি সেটা সবাই জানে। এরপরও এখনও সময় ও সুযোগ আছে।’

অবরোধ তুলে দেওয়ার জন্য বিরোধীদলীয় নেত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তিনি এভাবে সরকারকে যতটা সহযোগিতা করবেন, আমরাও ততই সহযোগিতা করব।’

সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা তো মাত্র যাত্রা শুরু করলাম। আশা করি, আমরা এগিয়ে যাব এবং একটা পর্যায়ে পৌঁছাতে পারব সমঝোতার জন্য।’

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর