thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বিও হিসেব হালনাগাদ করতে বিএসইসির নির্দেশ

২০১৪ জানুয়ারি ১৫ ১৭:১৮:৩৩
বিও হিসেব হালনাগাদ করতে বিএসইসির নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া (আইপিও) সংশোধনের লক্ষ্যে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেব হালনাগাদ করতে বিনিয়োগকারীদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিজ নিজ ডিপোজিটরী পার্টিসিপেন্টের (ডিপি) কাছে বিও হিসেবের হালনাগাদ তথ্য জমা দিতে বলা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশনের ৫০৩তম সভায় বিও হিসেব হালনাগাদ করার জন্য বিনিয়োগকারীদের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সংশোধিত আইপিও প্রক্রিয়ায় আবেদনের সঙ্গে টাকা জমা দিতে হবে না। তবে লটারি বিজয়ী হলে বিনিয়োগকারীর ব্যাংক একাউন্ট থেকে সরাসরি টাকা কেটে নেওয়ার পদ্ধতি থাকবে।

উল্লেখ্য, এ পদ্ধতিটি এখনও চূড়ান্ত করা হয়নি। তবে স্টেক হোল্ডারদের কাছ থেকে এ পদ্ধতির সমস্যা এবং সমাধানের প্রস্তাবনা চাওয়া হয়েছে বিএসইসির পক্ষ থেকে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর