thereport24.com
ঢাকা, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ৪ ফাল্গুন ১৪২৫,  ১১ জমাদিউস সানি ১৪৪০

শোক দিবসে বিএসএমএমইউ’র বিনামূল্যে চিকিৎসা সেবা

২০১৫ আগস্ট ১৫ ১২:৪৪:৩০
শোক দিবসে বিএসএমএমইউ’র বিনামূল্যে চিকিৎসা সেবা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

হাসপাতালের বহির্বিভাগে শনিবার সকালে বিনামূল্যে এ সেবা কার্যক্রমের শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত।

‘রোগীর সেবায় হই আরও যত্নবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

এ সময় কামরুল হাসান খান সাংবাদিকদের বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকীতে বিএসএমএমইউ এই বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে। বহির্বিভাগের সর্বমোট ২৮টি বিভাগে এ সেবা দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে প্রায় ৮ থেকে ১০ হাজার রোগীকে বিনামূল্যে সেবা দেওয়া যাবে বলে আশা রাখছি।’

জাতির পিতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষা, গবেষণা ও সেবায় এ বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

হাসপাতালের বহির্বিভাগে ৯৯টি কক্ষে ২১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে এ চিকিৎসাসেবা প্রদান করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো শহীদুল্লাহ সিকদার প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএম/এফএস/এএসটি/এইচ/আগস্ট ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর