thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

খাগড়াছড়িতে বেইলিব্রিজ মেরামত না হওয়ায় বন্ধ সড়ক যোগাযোগ

২০১৪ জানুয়ারি ১৭ ০৯:৫৫:৫২
খাগড়াছড়িতে বেইলিব্রিজ মেরামত না হওয়ায় বন্ধ সড়ক যোগাযোগ

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকায় কাঠভর্তি ট্রাকের ভারে ধসে পড়া বেইলিব্রিজটি মেরামত না হওয়ায় চার দিন ধরে দীঘিনালা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে তিন উপজেলার কয়েক লাখ মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছে।

গত মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে দীঘিনালা থেকে ছেড়ে আসা কাঠভর্তি একটি ট্রাক (নং-চট্ট-মেট্রো-১১-৪১২১) অতিক্রমকালে সেতুটি ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশির দশকে নির্মিত লোহার পাটাতনের সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। সেতু ধসের পর দুইদিকে যানবাহনের দীর্ঘ জট লেগে যায়।

নির্বাহী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন জানান, সেতুটি মেরামত করে যান চলাচলের উপযোগী করতে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে।

(দ্য রিপোর্ট/এইচএমএফ/এমডি/শাহ/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর