thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

৮ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

২০১৪ জানুয়ারি ১৭ ১১:৫৪:০৫
৮ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কেটে যাওয়ার পর শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে নদীর মাঝে পদ্মায় আটকা পড়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমীনসহ আরও ৩টি ফেরি।

মাওয়া ঘাটের বিআইডাব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, ঘন কুয়াশায় বয়া-বাতি দেখা না যাওয়ায় রাত সোয়া ২টায় কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সকালে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়।

তিনি আরও জানান, যানবাহনের তেমন চাপ নেই। তবে ট্রাকসহ পারাপারের অপেক্ষায় ২ থেকে আড়াইশ’ যানবাহন রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/এফএস/এমডি/শাহ/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর