thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৪ মাঘ ১৪২৮,  ২৩ জমাদিউস সানি ১৪৪৩

সুচিত্রা সেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

২০১৪ জানুয়ারি ১৭ ১৪:১০:১৯
সুচিত্রা সেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক : কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের জীবনাবসানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি তার দেওয়া শোকবার্তায় কিংবদন্তি এই অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শোক বার্তায় উল্লেখ করেছেন, বাঙালি হারাল চিরায়ত কন্যা, জায়া, জননীর আটপৌরে প্রতিভূকে। বাংলা চলচ্চিত্রের উৎকর্ষ ও আগামীর অনুপ্রেরণাদায়িনী হিসেবে সুচিত্রা সেন চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শোক বার্তায় প্রধানমন্ত্রী নিজেকে সুচিত্রা সেনের অভিনয় নৈপুণ্যের একজন বিশিষ্ট অনুরাগী হিসেবে উল্লেখ করেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এমএআর/শাহ/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর