thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

সুনামগঞ্জে পুলিশের ওপর জুয়াড়িদের হামলা

২০১৪ জানুয়ারি ১৭ ১৫:১৯:৫১
সুনামগঞ্জে পুলিশের ওপর জুয়াড়িদের হামলা

সুনামগঞ্জ সংবাদদাতা : জেলা সদরের সুরমা ইউনিয়নে জুয়া খেলা বন্ধ করতে গিয়ে জুয়াড়িদের হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুই জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

হালুয়ারঘাট এলাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- কনস্টেবল মনিরুল হক (নং-৪২৬), মাহতাব উদ্দিন (৭৩৮) ও পাবেল (৭৮৬)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক জুয়াড়িরা হলেন- বেরীগাঁও গ্রামের নুরুল ইসলাম ও বেলাবরহাটির আবু তাহের।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাসুদা বেগম দ্য রিপোর্টকে জানান, রহমতপুর-বেলাবরহাটি সংলগ্ন মাঠে ঘোড়া দৌড় দিয়ে মোটা অংকের জুয়া খেলা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ উপস্থিত হয়ে দুজনকে আটক করে। তাদের থানায় নিয়ে আসার পথে কয়েকজন জুয়াড়ি পুলিশের ওপর বেপরোয়া ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরএআর/এমএইচও/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর