thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬,  ১৪ আগস্ট ১৪৪০

বাটেক্সপোর উদ্বোধন বৃহস্পতিবার

২০১৩ অক্টোবর ০৭ ১১:৩২:১৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
বাটেক্সপোর উদ্বোধন বৃহস্পতিবার
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বৃহস্পতিবার শুরু হচ্ছে ২৪তম বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো)। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত এই আন্তর্জাতিক মেলা এবার বসছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। তিন দিনব্যাপী মেলায় থাকছে দেশি-বিদেশি ৮০টি স্টল।

বাটেক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।
বিজিএমইএ কার্যালয়ে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির সভাপতি মো. আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বর্তমান সহসভাপতি এস এম মান্নান ও শহিদুল্লাহ আজিম, বাটেক্সপোর প্রধান সমন্বয়কারী আবু মাহমুদ খান।

আতিকুল ইসলাম বলেন, এবারের মেলায় এখন পর্যন্ত ৫৫ বিদেশি ক্রেতা আসবেন বলে নিশ্চিত করেছেন। এর মধ্যে ২৩ জন একেবারেই নতুন। ফলে সারা বিশ্বে মন্দা থাকলেও আমাদের প্রত্যাশা পূরণ হবে। এবারের বাটেক্সপোতে বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে।

সংবাদ সম্মেলনে জানান হয়, গত বাটেক্সপোতে মোট ছয় কোটি ১৭ লাখ ডলারের স্পট অর্ডার বা তাৎক্ষণিক কার্যাদেশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ছয় কোটি ডলার নতুন কাজের আর বাকিটা স্টকলটের। এবারের মেলায় তাৎক্ষণিক বিক্রিকে সামনে রেখে রেডি স্টক পোশাক প্রদর্শনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সমিতির সভাপতি আরও বলেন, রানা প্লাজা ধসে অনেক শ্রমিক ভাইবোন হতাহত হওয়ায় আমরা শোকাহত ও স্তম্ভিত। তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবার বাটেক্সপোতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে না। সাদামাটাভাবে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বাটেক্সপো উপলক্ষে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান হয়।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/জেএম/অক্টোবর ০৭ ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর