thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে’

২০১৪ জানুয়ারি ১৭ ১৯:৩২:২৫
‘যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে’

টাঙ্গাইল সংবাদদাতা : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, জামায়াত-শিবির নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির নির্মূলের মাধ্যমেই বাংলাদেশের ভবিষ্যৎ যাত্রা শুরু হবে বলেও জানান ইমরান এইচ সরকার।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি, টাঙ্গাইল শহর বাইপাস ও কালিহাতী উপজেলার এলেঙ্গায় পথসভায় ইমরান এইচ সরকার বলেন, আমরা ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক হামলায় আক্রান্তদের কাছে এই বার্তা পৌঁছে দিতে যাচ্ছি যে, দেশের বেশির ভাগ মানুষ তাদের পক্ষে রয়েছে।

গণজাগরণ মঞ্চের সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখে রোডমার্চ শুক্রবার বিকেল চারটার দিকে সিরাজগঞ্জের উদ্দ্যেশে টাঙ্গাইল ত্যাগ করে।

এর আগে রোডমার্চের গাড়িবহর টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাসে এসে পৌঁছলে টাঙ্গাইল গণজাগরণ মঞ্চের সংগঠক আবুল কালাম আজাদ বীর বিক্রম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য এলেন মল্লিকসহ টাঙ্গাইল গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।

(দ্য রিপোর্ট/এআর/এসবি/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর