thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

যুক্তরাষ্ট্র নয়, আড়ি পেতেছে ইউরোপের দেশগুলো!

২০১৩ অক্টোবর ৩০ ২০:৩০:৩০
যুক্তরাষ্ট্র নয়, আড়ি পেতেছে ইউরোপের দেশগুলো!

দিরিপোর্ট২৪ ডেস্ক : জার্মানিসহ ইউরোপের দেশগুলোর দিকে এবার অভিযোগের আঙুল তুলেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো৷ তারা বলেছে, ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো কেবল ফোনে আড়িই পাতে না, সেসব তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগিও করে৷ খবর ডয়েচে ভেলের।

মঙ্গলবার হাউস ইনটেলিজেন্স কমিটিতে শুনানির সময় জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল কিথ আলেকজান্ডার এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমন কেপলার বলেন, ‘সাবেক এনএসএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন বিভিন্ন বিদেশি পত্রিকাকে যেসব তথ্য দিয়েছেন তা অসত্য৷’ তারা বলেন, ‘মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কোটি কোটি ফোনে আড়ি পাতেনি৷ আমাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা৷’
আলেকজান্ডার জানান, ফ্রান্স, স্পেন, ইটালির কোটি কোটি ফোনে আড়ি পাতার বিষয়টি একেবারেই মিথ্যা৷
শুনানির কয়েক ঘণ্টা আগে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয় যে, ফ্রান্স ও স্পেনের গোয়েন্দা সংস্থাগুলো সীমান্তের বাইরে বা যুদ্ধ এলাকা যেমন আফগানিস্তান থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে এনএসএ-র কাছে পাঠায়৷ আলেকজান্ডার জানান, ন্যাটো দেশগুলো সামরিক সহযোগিতার অংশ হিসেবে এসব তথ্য এনএসএকে দিয়েছে৷
কমিটির চেয়ারম্যান রিপাবলিকান মাইক রজার প্রশ্ন করেছিলেন সহযোগী দেশগুলো কি মার্কিন নেতাদের ফোনে এভাবে নজরদারি করে? উত্তরে কেপলার বলেন, অবশ্যই৷ এমনকি সন্ত্রাসবাদ রুখতেই মার্কিন নাগরিকদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে জানান তিনি৷
এদিকে, সেনেট ইন্টেলিজেন্স কমিটির প্রধান ডায়ানে ফেনস্টেইন জানিয়েছেন ইউরোপের গণমাধ্যম ভুলভাবে তথ্য উপস্থাপন করেছে৷ তিনি বলেন, যুক্তরাষ্ট্র নয়, বরং ফ্রান্স এবং জার্মানি তথ্য সংগ্রহ করেছে৷
হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্র ম্যার্কেলের ফোনে কথোপকথন রেকর্ড করেনি, এমনকি ভবিষ্যতেও করবে না৷
এদিকে ডেমোক্রেটিক সেনেট মেজরিটি নেতা হ্যারি রেইড এবং রিপাবলিকান হাউস স্পিকার জন বেইনার মঙ্গলবার বলেছেন, এনএসএর কর্মসূচি পুনর্বিবেচনা করার সময় এসেছে৷
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতার বিষয়ে আলোচনা করতে বুধবার হোয়াইট হাউসে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে জার্মান কর্মকর্তারা৷ জার্মানির পক্ষে উপস্থিত থাকবেন ম্যার্কেলের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ক্রিস্টপ হয়সগেন ও সিক্রেট সার্ভিস কো-অর্ডিনেটর গুন্টার হাইস৷ অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস কেপলার এবং প্রেসিডেন্টের হোমল্যান্ড সিকিউরিটি ও কাউন্টার টেরোরিজম বিষয়ক সহকারী লিসা মোনাকো৷
(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর