thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বান্দরবানে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

২০১৪ জানুয়ারি ১৮ ১৯:৫৩:৩৭
বান্দরবানে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম নুরুল ইসলাম (৫৪)। শনিবার ভোররাতে উপজেলার আশারতলীর প্রধান ঝিড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মিয়ানমার সীমান্ত অঞ্চলের প্রধান ঝিড়ি এলাকায় ৬/৭টি বন্যহাতির একটি দল ধানের জমিতে নামলে কৃষকেরা হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতির পায়ের নীচে পৃষ্ট হয়ে নুরুল ইসলাম নিহত হয়। হাতিগুলো চলে যাওয়ার পর স্থানীয়রা কৃষকের লাশ উদ্ধার করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বন্যহাতির আক্রমণে আষাঢ়তলীতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ফসলি জমি থেকে হাতি তাড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

(দ্য রিপোর্ট/এএস/এসবি/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর