thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭, ৪ আশ্বিন ১৪২৪,  ২৭ জিলহজ ১৪৩৮

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি

২০১৫ আগস্ট ৩০ ২২:৫৫:৩৯
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার পর ক্রিকেট বিশ্বের আরেক পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার হোমসিরিজ খেলবে বাংলাদেশ। আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তবে পূর্ণাঙ্গ সিরিজ নয়, সফরকালে স্বাগতিকদের বিপক্ষে শুধু দুটি টেস্ট খেলবে অসিরা। এ ছাড়া থাকছে ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচও।

বিসিবি একাদশের বিপক্ষে অস্ট্রেলিয়ানসের প্রস্তুতি ম্যাচটি হবে ৩-৫ অক্টোবর। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯-১৩ অক্টোবর। সবশেষ দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে ১৭-২১ অক্টোবর। প্রস্তুতি ম্যাচ হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আর দুই টেস্টের প্রথমটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি

প্রস্তুতি ম্যাচ

৩-৫ অক্টোবর

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ

প্রথম টেস্ট

৯-১৩ অক্টোবর

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট

১৭-২১ অক্টোবর

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

(দ্য রিপোর্ট/কেআই/শাহ/আগস্ট ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

ফিকশ্চার এর সর্বশেষ খবর

ফিকশ্চার - এর সব খবররে