thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০

১ মিনিটে ইংরেজি, লেসন-১ এর ড্র অনুষ্ঠিত

২০১৫ সেপ্টেম্বর ০৩ ১৯:৩১:০৪
১ মিনিটে ইংরেজি, লেসন-১ এর ড্র অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রথম সারির প্রকাশনা সংস্থা আদর্শ ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল দ্য রিপোর্টের ‘১ মিনিটে ইংরেজি শিখুন, পুরস্কার জিতুন’-এর প্রথম দিনের প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। দ্য রিপোর্ট কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এ ড্র অনুষ্ঠিত হয়।

ড্রতে গত ১ সেপ্টেম্বরের লেসন-১ এর সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে নির্বাচন বাছাই করা হয়। প্রথম দিনে ‘আমাদের ভালবাসার মির্জাগঞ্জ’ নামের একটি ফেসবুক পাতা বিজয়ী হয়েছে। তিনি পুরস্কার হিসেবে আদর্শ প্রকাশিত ‘ভোকাবিল্ডার’ বই পাবেন।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য রিপোর্টের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, বার্তা সম্পাদক হোসেন শহীদ মজনু, আদর্শ’র ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব রহমান প্রমুখ।

একদিন পর পর আদর্শ-দ্য রিপোর্ট ইংরেজি শিখুন, পুরস্কার জিতুনের নতুন লেসন প্রকাশিত হচ্ছে। প্রতি লেসনের সঠিক উত্তরদাতাদের লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে। আবার প্রতি লেসনে যারা সঠিক উত্তর দেবেন মাস শেষে তারা সকলেই পুরস্কার পাবেন।

(দ্য রিপোর্ট/এলআরএস/এইচএসএম/সা/সেপ্টেম্বর ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

ইংরেজি শিখুন এর সর্বশেষ খবর

ইংরেজি শিখুন - এর সব খবর