thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

যমুনা গ্রুপের চেয়ারম্যানের আগাম জামিন

২০১৪ জানুয়ারি ১৯ ১৬:৫০:৪৪
যমুনা গ্রুপের চেয়ারম্যানের আগাম জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে আট সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

আদালতে বাবুলের পক্ষে আইনজীবী জিয়াউল হক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন খোন্দকার দিলীরুজ্জামান।

গত ৩১ ডিসেম্বর ও ১২ জানুয়ারি রাজধানীর ভাটারা থানায় দায়ের করা দুই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন নুরুল ইসলাম বাবুল।

আদালত সূত্র জানায়, যমুনা ফিউচার পার্কের নির্মাণাধীন বহুতল ভবনের নয়তলা থেকে নির্মাণসামগ্রী পড়ে শাহীন মিয়া নামে একজনের নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বাবুলসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি করেন নিহতের ভাই হযরত আলী।

এ ছাড়া প্রতারণার উদ্দেশ্যে যমুনা ফিউচার পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডের জন্য র‌্যাবের পোশাকের মতো পোশাক সরবরাহের অভিযোগে র‌্যাব-১-এর ডিএডি পরিমুদ্দিন গত ১২ জানুয়ারি একটি মামলা দায়ের করেন।

এ দুই মামলায় তিনি আদালতে হাজির হলে আট সপ্তাহের আগাম জামিন দেন আদালত।

(দ্যরিপোর্ট/এসএ/এসকে/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর