thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

দুর্নীতি দূর করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

২০১৪ জানুয়ারি ১৯ ১৭:৩১:২৮
দুর্নীতি দূর করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

সাভার সংবাদদাতা : দুর্নীতি সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সমাজ থেকে দুর্নীতি দূর করতে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

সাভার ডেইরি ফার্ম হাই স্কুল সংলগ্ন মাঠে রবিবার দুপুরে ৫০ দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস ক্যাডারভূক্ত প্রশাসন, পুলিশ, রেলওয়ে ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের ৯৭তম ব্যাচের সার্ভে অ্যান্ড সেটেলম্যান্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমান, ভূমি ও রেকর্ড জরিপ অধিদফতরের মহাপরিচালক আব্দুল মান্নান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মন্ত্রী প্রশিক্ষণার্থীদের তাবু ক্যাম্প পরিদর্শন করেন। তাদের নানা সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন। এ প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ৪২ জন বিসিএস কর্মকর্তা অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এসবি/সা/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর