thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

শপথ নিলেন ১০ বিচারক

২০১৩ অক্টোবর ০৭ ১২:৩৫:১৭ ০০০০ 00 ০০ ০০:০০:০০
শপথ নিলেন ১০ বিচারক
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : স্থায়ী বিচারক পদে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে শপথ নিলেন ১০ বিচারক। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সোমবার সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে নবনিযুক্ত ১০ বিচারকের শপথ পড়ান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলাম।

সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে এই দশ অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, শপথ নেওয়ার দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

২০১১ সালের ২০ অক্টোবর হাই কোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান পদায়ন এই ১০ বিচারক।

আইন অনুযায়ী, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া বিচারকরা দুই বছর পর স্থায়ী হওয়ার সুযোগ পান।

স্থায়ী দশ বিচারক হলেন- বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এ কে এম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে বর্তমানে মোট ৯১ জন বিচারক রয়েছেন। স্থায়ী হওয়া এই ১০ বিচারকের বাইরে আরো আটজন অস্থায়ী বিচারক এই বিভাগে কাজ করছেন।

(দিরিপোর্ট২৪/প্রতিবেদক/এমডি/জেএম/অক্টোবর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর