thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

গাজীপুরে গ্রেনেড উদ্ধারের ঘটনায় আটক ৪

২০১৪ জানুয়ারি ২০ ০৩:২৪:২১
গাজীপুরে গ্রেনেড উদ্ধারের ঘটনায় আটক ৪

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের বাসন এলাকা থেকে আর্জেস গ্রেনেড, অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধারের ঘটনায় মোট ৪ জনকে আটক করা হয়েছে। বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আটক চারজন হলেন- দক্ষিণ বাসন এলাকার বাড়ির মালিক আব্দুল খালেকের ছেলে আরিফ হোসেন(২২) ও প্রতিবেশী মুরাদ মিয়া (৩০), শেরপুর জেলা সদরের আব্দুল করিম (২৯) ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার আসলাম মিয়া (২৫)।

উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে- দুটি আর্জেস গ্রেনেড, একটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি।

রবিবার রাত সাড়ে ১০টায় গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সংবাদটি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের দক্ষিণ বাসন এলাকার জনৈক খালেকের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে করিম ও আসলামকে আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পরে বাড়ির মালিকের ছেলে আরিফ ও প্রতিবেশী মুরাদকে আটক করা হয়। এগুলো বড় ধরনের কোন নাশকতা সৃষ্টির জন্য আনা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ডিবির ওসি খায়ের আরো জানান, এই সকল অস্ত্র কোথা থেকে আনা হয়েছে এবং কি ধরনের অপরাধ সংঘটনের কাজে ব্যবহার করা হতো ওই সম্পর্কে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএমএফ/জেএম/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর