thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘বিদ্যুতে জিরো লোডশেডিং চলছে’

২০১৪ জানুয়ারি ২০ ২২:৫৪:১৫
‘বিদ্যুতে জিরো লোডশেডিং চলছে’

গাজীপুর সংবাদদাতা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দাবি করেছেন, ‘বিদ্যুৎক্ষেত্রে দেশে এখন জিরো লোডশেডিং চলছে। তবে ইজতেমা ময়দানে যদি বিদ্যুৎ সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে স্ট্যান্ডবাই জেনারেটর ব্যবস্থা থাকবে।’

তিনি বলেন, ‘ইজতেমায় বিদ্যুৎ ব্যবস্থাপনা সার্বক্ষণিক তদারকির জন্য ডেসকোকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

তিনি সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে বিদ্যুৎ ব্যবস্থাপনা পরিদর্শন করতে আসেন। পরে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইজতেমার মুরব্বীদের সঙ্গে বিদ্যুৎ ব্যবস্থাপনা বিষয়ে বৈঠক করেন। পরে ময়দানে বিদ্যুৎ লাইন পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ইজতেমার বিশাল প্যান্ডেলের ভেতরে পাঁচ লাখ মুসল্লী অবস্থান করতে পারবেন। প্যান্ডেলের বাইরেও প্রায় পাঁচ লাখ মুসল্লী অবস্থান করবেন।

গাজীপুর- ২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এ সময় তার সঙ্গে ছিলেন।

( দ্য রিপোর্ট/এমএফ/এমএআর/জানুয়ারি ২০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর