thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫,  ১৭ জমাদিউস সানি ১৪৪০

মালয়েশিয়া ওপেন ও মালয়েশিয়া চেস চ্যালেঞ্জ

২০১৫ সেপ্টেম্বর ২১ ২৩:৪০:০৫
মালয়েশিয়া ওপেন ও মালয়েশিয়া চেস চ্যালেঞ্জ

দ্য রিপোর্ট প্রতিবেদক : মালয়েশিয়ার কুয়ালালামপুরে সোমবার থেকে শুরু হয়েছে ১২তম আইজিবি দাতো আর্থার তান মালয়েশিয়া ওপেন দাবা। প্রথম দিনেই দুই রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরেশদ ২ খেলায় ১.৫ পয়েন্ট এবং তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ২ খেলায় ১ পয়েন্ট অর্জন করেছেন।

প্রথম রাউন্ডের খেলায় নিয়াজ মালয়েশিয়ার ফিদে মাস্টার ওয়ং ইন লংয়ের সঙ্গে এবং ফাহাদ ভিয়েতনামের ফিদে মাস্টার লি তুয়ান মিনের সঙ্গে ড্র করেছেন। দ্বিতীয় রাউন্ডে নিয়াজ মালয়েশিয়ার সুব্রমানিয়াম সুমান্তকে হারিয়েছেন। আর ফাহাদ ভারতের আন্তর্জাতিক মাস্টার এশা কারাবাদের সঙ্গে ড্র করেছেন।

মোট ১৮টি দেশের ৯ জন গ্র্যান্ড মাস্টার এবং ২৭ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৪৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন। রেটিং ইভেন্ট মালয়েশিয়া চেস চ্যালেঞ্জে প্রতিভা দাবাগোষ্ঠীর মনির হোসেন ও হানিফ মোল্লা ২ খেলায় ১.৫ পয়েন্ট করে পেয়েছেন। রেটিং ইভেন্টে ৯টি দেশের ১৪৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

(দ্য রিপোর্ট/এএস/কেআই/এজেড/সেপ্টেম্বর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

অন্যান্য খেলা এর সর্বশেষ খবর

অন্যান্য খেলা - এর সব খবর