thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

সুন্দরগঞ্জে সংঘর্ষে আহত দুজনের মৃত্যু

২০১৪ জানুয়ারি ২১ ১৬:০৪:৫৬
সুন্দরগঞ্জে সংঘর্ষে আহত দুজনের মৃত্যু

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দপুর ইউনিয়নে শনিবার রাতে যৌথবাহিনীর সঙ্গে জামায়াত-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত দুজন মারা গেছেন। আহত সোহাগ (২৪) রংপুর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। অন্যদিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাত সাড়ে ৩টায় সূর্য ওরফে সোহাগ (১৫) মারা গেছেন।

জেলা ছাত্রশিবিরের প্রচার-সম্পাদক ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দপুর ইউনিয়নে শনিবার গভীর রাতে জামায়াত-শিবিরের ক্যাডারদের গ্রেফতারে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় গ্রামবাসী একত্রিত হয়ে যৌথবাহিনীর ওপর ইটপাটকেল, ককটেল ছুড়লে যৌথবাহিনী টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে ২২ পুলিশ সদস্যসহ শতাধিক আহত হন।

অন্যদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ সূর্য ওরফে সোহাগ (১৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাত সাড়ে ৩টায় মারা যান।

নিহত সূর্য ওরফে সোহাগের বাবা শফিকুল ইসলাম বলেন, সোহাগ মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ত। কীভাবে সে মারা গেছে তার জানা নেই।

বগুড়ার সিলিমপুর ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান বলেন, সূর্য ওরফে সোহাগ ১৯ জানুয়ারি বিকেল ৫টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনার রোগী হিসেবে ভর্তি হয়। সোমবার ভোররাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহতের মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/সা/জানুয়ারি ২১, ২০১৪)

(দ্য রিপোর্ট/এএইচএস/এএস/জানুয়ারি ২১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর