thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫,  ১৭ জমাদিউস সানি ১৪৪০

হজের খুৎবা শুরু

২০১৫ সেপ্টেম্বর ২৩ ১৫:১৯:৪৯
হজের খুৎবা শুরু

ফখরুল ইসলাম, সৌদি আরব : হজের খুৎবা শুরু হয়েছে। হজের রেওয়াজ অনুযায়ী যোহরের নামাজের আগেই খুৎবা সম্পন্ন হয়। গত বছরের মতো এবারো মসজিদে নামিরাহ থেকে হজের খুৎবা পেশ করছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি সৌদি জাতীয় মসজিদের খতিব, মুফতি আব্দুল আজিজ আল শেইখ। তারপর একসঙ্গে জোহর ও আসরের নামাজ এক আযানে একই ইমামের পেছনে জোহরের ওয়াক্তে আদায় করবেন।

বুধবার সূর্যোদয়ের পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আল্লাহর মেহমানরা সমবেত হয়েছেন মক্কা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ঐতিহাসিক আরাফাত ময়দানে। প্রায় সাড়ে ১৪ শত বছর আগে এ ময়দানেই রাসূল (সা.) লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এ ময়দানেই ইসলামের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে কুরআনের আয়াত নাজিল হয়েছিল।

(দ্য রিপোর্ট/এইচএসএম/সেপ্টেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর