thereport24.com
ঢাকা, শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৪ ফাল্গুন ১৪২৫,  ১০ জমাদিউস সানি ১৪৪০

আইডব্লিউআইসিএ জাতীয় মহিলা দাবা

২০১৫ সেপ্টেম্বর ৩০ ২২:১৪:৫৩
আইডব্লিউআইসিএ জাতীয় মহিলা দাবা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইডব্লিউআইসিএ ৩৫তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের খেলা বৃহস্পতিবার হতে দাবা কক্ষে শুরু হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস এই আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। খেলোয়াড়দের নম্বর ড্র বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয়েছে। নাম্বার ড্র করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. মোকাদ্দেছ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোরসালিন আহমেদ ও টুর্নামেন্ট কমিটির সচিব শামীম খান উপস্থিত ছিলেন। মোট ১২ জন খেলোয়াড় রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে অংশ নিচ্ছেন।

অংশ নেওয়াদের ক্রম তালিকা হল— মোসাম্মত ঝর্না বেগম (১) সামিহা শারমীন সিম্মী (২), ফাতেমা-তুজ-জোহরা শ্রাবনী (৩), গতবারের জাতীয় মহিলা চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (৪), সুমাইয়া খন্দকার (৫), তানজিনা আক্তার তানি (৬), জাতীয় মহিলা রানার-আপ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা (৭), জোহরাতুল জান্নাত জিসা (৮), মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন (৯), মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা (১০), আফরিন জাহান মুনিয়া (১১) ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (১২)।

বৃহস্পতিবার প্রথম রাউন্ডে ঝর্না বনাম রানী হামিদ, সিম্মী বনাম মুনিয়া, শ্রাবনী বনাম জাকিয়া, লিজা বনাম শিরিন, সুমাইয়া বনাম জিসা এবং তানি বনাম ইভার মধ্যকার খেলাগুলো অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এএস/কেআই/সা/অক্টোবর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

অন্যান্য খেলা এর সর্বশেষ খবর

অন্যান্য খেলা - এর সব খবর