thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৯ ফাল্গুন ১৪২৫,  ১৫ জমাদিউস সানি ১৪৪০

নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

২০১৫ অক্টোবর ০৪ ১২:৪৯:৫৩
নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতনে নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের উভয় বাজারের লেনদেন। রবিবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ১৯.৮৩ পয়েন্ট। ফলে বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮৩৭.১৩ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর। দরবৃদ্ধির শীর্ষে রয়েছে রহিম টেক্সটাইল। ৬.২৫ শতাংশ দর বেড়ে ৩২১.৩ টাকায় লেনদেন হচ্ছিল এ কোম্পানির শেয়ার। ৫.৫১ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার ৩২.৫ টাকায় লেনদেন হচ্ছিল। তৃতীয়স্থানে থাকা মডার্ন ডায়িংয়ের শেয়ারের দর ৫ শতাংশ বেড়ে ১৭০ টাকায় লেনদেন হচ্ছিল। দরবৃদ্ধিতে এরপর রয়েছে ৪র্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ।

এদিকে প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল। এ কোম্পানির লেনদেন হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার। ৮ কোটি ৭৭ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেনের পরিমাণ হচ্ছে ৫ কোটি ১১ লাখ ৮৪ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- লাফার্জ সুরমা সিমেন্ট, কাশেম ড্রাইসেল, প্রিমিয়ার সিমেন্ট।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ৩১.১১ পয়েন্ট কমে ৯০১৬.৮৫ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

(দ্য রিপোর্ট/এমকে/শাহ/অক্টোবর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর