thereport24.com
ঢাকা, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯, ৬ মাঘ ১৪২৫,  ১২ জমাদিউল আউয়াল ১৪৪০

গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল

২০১৫ অক্টোবর ০৪ ১৭:০১:৫৩
গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে রহিম টেক্সটাইলের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৫.৮৮ শতাংশ। বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রবিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার রহিম টেক্সটাইলের সমাপনী মূল্য ছিল ৩০২.৪ টাকা। রবিবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩২০.২০ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ৩১০ টাকা থেকে ৩২৬.৫ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে ৪র্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের ৪.৩৫ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.৬৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৩.৫৭ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২.৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২.৪৩ শতাংশ, আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ডের ২.৩৫ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.২২ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.০৪ শতাংশ, পিরমিয়ার সিমেন্টের ১.৮৮ শতাংশ দর বেড়েছে।

দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত ও সার্কিট ব্রেকারের বাইরে থাকা কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।

(দ্য রিপোর্ট/এমকে/সা/অক্টোবর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর