thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯, ৫ মাঘ ১৪২৫,  ১১ জমাদিউল আউয়াল ১৪৪০

লুজারের শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

২০১৫ অক্টোবর ০৪ ১৭:০৪:০০
লুজারের শীর্ষে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : রবিবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। দিনশেষে ফান্ডটির ইউনিটের দর কমেছে ৬.৩৮ শতাংশ। বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রবিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ৪.৭ টাকা। রবিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৪.৪ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ৪.৪ টাকা থেকে ৪.৭ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.১০ শতাংশ, ফার কেমিক্যালের ৫.৩৪ শতাংশ, আমান ফিডের ৫.০৮ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৪.৮৩ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৪.৪৫ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.৩৪ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৪.০৮ শতাংশ, এ্যাপেক্স ট্যানারির ৪.০৭ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলসের ৪.০৪ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমকে/সা/অক্টোবর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর