thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

বিলুপ্ত ছিটমহলে ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিতরণ

২০১৫ অক্টোবর ০৪ ২১:০০:৫২
বিলুপ্ত ছিটমহলে ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিতরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে শনিবার কুড়িগ্রামের সদ্যবিলুপ্ত ছিটমহল বড় গাওচুলকার উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক রংপুর জোনপ্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এ জে এম এরশাদ হাবিব, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখাপ্রধান মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে ১৮টি পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসা, গবাদি পশু, হাঁস-মুরগি পালন ও অটোরিকশা ক্রয়ের জন্য বিনিয়োগ প্রদান করা হয়।

(দ্য রিপোর্ট/ওএস/এপি/সা/অক্টোবর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর