thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭, ৪ আশ্বিন ১৪২৪,  ২৭ জিলহজ ১৪৩৮

সপ্তমস্থানে থেকে শেষ করলেন সিদ্দিকুর

২০১৫ অক্টোবর ০৪ ২১:৫৭:২১
সপ্তমস্থানে থেকে শেষ করলেন সিদ্দিকুর

দ্য রিপোর্ট ডেস্ক : মার্কুরিস তাইওয়ান মাস্টার্সে ৭ম স্থানে থেকে শেষ করেছেন বাংলাদেশের সেরা গালফার সিদ্দিকুর রহমান। শুরুটা দুর্দান্ত হলেও ক্রমেই পিছিয়ে পড়েছেন তিনি। প্রথম দুই রাউন্ড শেষে সিদ্দিকুর ছিলেন তৃতীয় স্থানে। তবে তৃতীয় রাউন্ড শেষে তার অবস্থান ছিল নবমস্থানে। সেই হিসেবে শেষ রাউন্ডে ২ ধাপ এগিয়েছেন তিনি।

রবিবার শেষ রাউন্ডের খেলা সিদ্দিকুর সম্পন্ন করেছেন পারের চেয়ে এক শট বেশি নিয়ে। আর সব মিলিয়ে তিনি টুর্নামেন্ট শেষ করেছেন পারের চেয়ে ৩ শট বেশি খেলে। সপ্তমস্থানে থাকায় তিনি ১৪ হাজার ৩ শ’ ইউএস ডলার প্রাইজমানি অর্জন করেছেন।

পারের চেয়ে ৩ শট কম খেলে সাড়ে ৬ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মালয়েশিয়ার ড্যানি চিয়া। প্রাইজমানি হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ডলার।

(দ্য রিপোর্ট/কেআই/জেডটি/সা/অক্টোবর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

অন্যান্য খেলা এর সর্বশেষ খবর

অন্যান্য খেলা - এর সব খবররে