thereport24.com
ঢাকা, শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৩ ফাল্গুন ১৪২৫,  ১০ জমাদিউস সানি ১৪৪০

জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ইবরাহিম

২০১৫ অক্টোবর ০৪ ২২:০৮:৩০
জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ইবরাহিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিজের ৬৭তম জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও বিশদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। রবিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএস’র বাসায় বিএনপি, বিশ দলীয় জোট ও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি।

মহাখালী ডিওএইচএস-এ কল্যাণ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্মমহাসচিব মোহাম্মদ শাহজাহান ও যুববিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এলডিপির সিনিয়র যুগ্মমহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

এছাড়া কল্যাণ পার্টি, যুব কল্যাণ পার্টি, ছাত্র কল্যাণ পার্টিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও জেনারেল ইবরাহিমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান, প্রেসিডিয়াম সদস্য ডা. ইকবাল হাসান মাহমুদ, কাহির মাহমুদ এফসিএ, ফোরকান ইবরাহিম, এ্যাডভোকেট আজাদ মাহবুব, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, যুগ্মমহাসচিব মো. নুরুল কবির ভুইয়া পিন্টু, দফতর ও প্রচার সম্পাদক আল-আমিন ভুইয়া রিপন, নগর সভাপতি আলী হোসেন ফরায়েজী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের ৪ অক্টোবর চট্টগ্রামের হাটহাজারী থানাধীন হালদা নদীর তীরে অবস্থিত ‘উত্তর বুড়িশ্চর’ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

(দ্য রিপোর্ট/টিএস/এপি/এনআই/অক্টোবর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর