thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭, ২৭ অগ্রহায়ণ ১৪২৪,  ২৩ রবিউল আউয়াল ১৪৩৯

এজিএমের ভেন্যু নির্ধারণ করেছে অ্যাপোলো ইস্পাত

২০১৫ অক্টোবর ০৫ ১০:৫২:১৪
এজিএমের ভেন্যু নির্ধারণ করেছে অ্যাপোলো ইস্পাত

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত। ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত আর্মি গলফ ক্লাবে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ এবং ১২ শতাংশ বোনাস লভ্যাংশের সুপারিশ করা হয়। বৈঠকে ১৯ নভেম্বর দুপুর ১২টায় এজিএম অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ভেন্যু নির্ধারণ করা হয়নি। অবশেষে এজিএম অনুষ্ঠানের ভেন্যু হিসেবে আর্মি গলফ ক্লাবকে নির্ধারণ করেছে কোম্পানিটি।

২০১৩ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

(দ্য রিপোর্ট/এমকে/শাহ/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে