thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫,  ১৭ জমাদিউস সানি ১৪৪০

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ১৭১ কোটি টাকা

২০১৫ অক্টোবর ০৫ ১২:৫২:৩৮
ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ১৭১ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে লেনদেনে ধীর গতি বজায় রয়েছে। সোমবার প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ১৭১ কোটি ৩৫ লাখ টাকা। রবিবার একই সময়ে লেনদেন হয়েছিল ১৬৭ কোটি টাকা।

এদিকে সূচকের উত্থান পতনে চলছে লেনদেন। দিনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতনে সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। প্রথম এক ঘণ্টায় নিম্নমুখী প্রবণতার কারণে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের পতন ঘটে ৩২ পয়েন্ট। তবে এরপর বাজার ঘুরে দাঁড়ালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। এর ফলে দুই ঘণ্টার লেনদেন শেষে সার্বিকভাবে সূচকের পতন হয়েছে ৬.১৯ পয়েন্ট। এর ফলে বেলা সাড়ে ১২টায় সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮০৮.৪০ পয়েন্টে।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৫০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর। দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড। ৭.৪৭ শতাংশ দর বেড়ে ফান্ডটির ইউনিট ১৮.৭ টাকায় লেনদেন হচ্ছিল। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের দর ৩.৫২ শতাংশ বেড়ে ৫২.৯ টাকায় এবং তৃতীয় স্থানে থাকা ডেফোডিল কম্পিউটারের দর ৩.৪৮ শতাংশ বেড়ে ১৭.৮ টাকায় লেনদেন হচ্ছিল। দর বৃদ্ধিতে এরপর রয়েছে আমান ফিড, ইস্টার্ন ক্যাবল, ব্র্যাক ব্যাংক।

লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন। এ কোম্পানির লেনদেন হয়েছে ৭ কোটি ৭১ লাখ ১২ হাজার টাকার শেয়ার। ৬ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেনের পরিমাণ হচ্ছে ৬ কোটি ১৫ লাখ ৮২ হাজার টাকা। লেনদেন এর পরে রয়েছে যথাক্রমে ফার কেমিক্যাল, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ২৭.১৯ পয়েন্ট কমে ৮৯৫৬.৬৩ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।

(দ্য রিপোর্ট/এমকে/এইচ/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর