thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭, ২ ভাদ্র ১৪২৪,  ২৫ জিলকদ ১৪৩৮

মুখে গ্রেনেডের আঘাত নিয়ে লাইভ রিপোর্টিং

২০১৫ অক্টোবর ০৫ ১৪:৩৬:১৩
মুখে গ্রেনেডের আঘাত নিয়ে লাইভ রিপোর্টিং

দ্য রিপোর্ট ডেস্ক : সাংবাদিকদের অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়। বিপদের তোয়াক্কা না করে জীবন বাজি রেখে সংবাদ পরিবেশনের জন্যই তো এটা ঝুঁকিপূর্ণ পেশাগুলোর মধ্য অন্যতম। মুখে গ্রেনেডের আঘাত নিয়ে ক্যামেরার সামনে লাইভ রিপোর্টিং করে যেন সেটাই প্রমাণ করলেন সাংবাদিক হানা মাহমাইদ।

জেরুজালেমের ওল্ড সিটিতে ফিলিস্তিনীদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণায় রবিবার বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনীরা। এ সময় ইসরায়েলী বাহিনীর সঙ্গে ফিলিস্তিনীদের সংঘাত শুরু হয়। একটু দূরে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করছিলেন হানা। হঠাৎ ইসরায়েলী বাহিনী ফিলিস্তিনী সাংবাদিকদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ শুরু করে। এ সময় গ্রেনেডের একটি টুকরো এসে আনার মুখে লাগে।

তবে এতে মোটেও দমে যাননি সাহসী আনা। হাসপাতালে ছুটে গিয়ে মুখে ব্যান্ডেজ বেঁধে ফের লাইভ রিপোর্টিং শুরু করেন তিনি। সাহসী সাংবাদিক বটে।

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/শাহ/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবররে