thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

বরিশালে ইয়াবাসহ ডিবি পুলিশ আটক

২০১৫ অক্টোবর ০৫ ১৫:০৩:১৬
বরিশালে ইয়াবাসহ ডিবি পুলিশ আটক

বরিশাল অফিস : নগরীর বিউটি সিনেমা হল সংলগ্ন আবাসিক হোটেল সুখী থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল সুমন চন্দ্র হাওলাদারকে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে আফজাল নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। রবিবার রাত ২টায় কোতয়ালী থানা পুলিশ তাদের আটক করে।

কোতয়ালী থানার সহকারী কমিশনার মো. আনসার উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক গোয়েন্দা পুলিশের কনস্টেবল সুমন চন্দ্র হাওলাদার বরগুনা জেলার তালতলী থানার বেহালা গ্রামের শান্তি রঞ্জন হাওলাদারের ছেলে। আটক আফজাল ঝালকাঠী জেলার হাতেম আলীর ছেলে। তিনি নগরীর বান্দরোড এলাকার ভাড়াটিয়া।

অভিযানে নেতৃত্ব দেওয়া কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, নগরীর বিউটি সিনেমা হল সংলগ্ন আবাসিক একটি হোটেলে ইয়াবা কেনাবেচা হচ্ছে- এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দুজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

(দ্য রিপোর্ট/এমএইচও/আসা/এইচ/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর