thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯, ৫ মাঘ ১৪২৫,  ১১ জমাদিউল আউয়াল ১৪৪০

গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট এনআরবি

২০১৫ অক্টোবর ০৫ ১৬:২৪:১২
গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট এনআরবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে আইসিবি এনআরবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। দিনশেষে ফান্ডটির ইউনিটের দর বেড়েছে ৮.০৪ শতাংশ। রবিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে ফান্ডটির ইউনিটের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার আইসিবি এনআরবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ১৭.৪ টাকা। সোমবার দিনশেষে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৮.৮ টাকায়। দিনের মধ্যে ফান্ডটির ইউনিটের দর সীমা ছিল ১৮.২ টাকা থেকে ১৮.৮ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে- গ্রিনডেল্টা লাইফ মিউচুয়াল ফান্ডের ৬.৫২ শতাংশ, আমান ফিডের ৫.১৯ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৪.৪৭ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩.৫২ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৩.৪৭ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৩.০৮ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৭৭ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২.৬৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২.৫৯ শতাংশ দর বেড়েছে।

দর বৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত ও সার্কিট ব্রেকারের বাইরে থাকা কোম্পানিগুলোকে বিবেচনায় নেয়া হয়নি।

(দ্য রিপোর্ট/এমকে/এইচ/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর