thereport24.com
ঢাকা, শনিবার, ১৯ জানুয়ারি ২০১৯, ৬ মাঘ ১৪২৫,  ১২ জমাদিউল আউয়াল ১৪৪০

লুজারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

২০১৫ অক্টোবর ০৫ ১৬:২৫:৩৪
লুজারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোমবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। দিনশেষে ফান্ডটির ইউনিটের দর কমেছে ৭.১৪ শতাংশ। রবিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ৫.৬ টাকা। সোমবার লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৫.২ টাকায়। দিনের মধ্যে ফান্ডটির ইউনিটের দর সীমাও ছিল ৫.২ টাকা।

দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে– কে এ্যান্ড কিউ’র ৬.০৪ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৯৭ শতাংশ, জিলবাংলা সুগার মিলের ৫.৩৩ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.১৭ শতাংশ, মডার্ন ডায়িংয়ের ৪.৬৮ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৩.৮৪ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৩.৭৭ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩.৪৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৩.৩১ শতাংশ দর কমেছে।

দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমকে/এইচ/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর