thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৯ ফাল্গুন ১৪২৫,  ১৫ জমাদিউস সানি ১৪৪০

শাবিতে ভর্তির আবেদন শুরু ১৩ অক্টোবর

২০১৫ অক্টোবর ০৫ ১৮:২৪:৫৪
শাবিতে ভর্তির আবেদন শুরু ১৩ অক্টোবর

শাবি প্রতিনিধি : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

সোমবার সকাল ১০টায় শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান ভর্তি পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নারায়ন সাহা।

তিনি সাংবাদিকদের জানান, আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে এবার এ-ইউনিটের ৯টি বিভাগের আসন সংখ্যা ৬০০ থেকে বাড়িয়ে ৬১৩টি করা হয়েছে। বি-ইউনিটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নামক নতুন বিভাগে এ শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে (আসন সংখ্যা ৩৫টি)। এতে করে এই ইউনিটের আসন সংখ্যা ৮০০ থেকে ৮৩৫ টি হয়েছে। প্রতি বিভাগের আবেদনের ফি ৫০ টাকা করে বাড়ানো হয়েছে।

এ ছাড়া ভর্তি বিষয়ক বিস্তারিত ও আবেদনের প্রক্রিয়া জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকে।

(দ্য রিপোর্ট/এফএস/এমডি/আরকে/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর