thereport24.com
ঢাকা, সোমবার, ২১ আগস্ট ২০১৭, ৫ ভাদ্র ১৪২৪,  ২৭ নভেম্বর ১৪৩৮

ভোলায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

২০১৫ অক্টোবর ০৫ ১৮:৫৯:৩২
ভোলায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক পৃথক অভিযানে এ জাল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার মো. মোকারম হোসেন জানান, উপজেলার চর পাতিলা, ঢালচর, চর হাসিনা, পাচঁ কপাট, আট কপাট, খেজুর গাছিয়া, সামরাজ এলাকায় কোস্টগার্ড সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ওই কারেন্ট জাল জব্দ করে। তবে জড়িত কোনো জেলেকে আটক করা যায়নি। পরে, বিকেলে জব্দ করা জাল চর কচ্ছপিয়া ঘাটে স্থানীয় জনগণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

(দ্য রিপোর্ট/এমএইচও/সা/অক্টোবর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে